শেরপুরে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে কবি ও সাংবাদিকদের বন্ধু আড্ডা, আবৃত্তি, বই বিনিময় এবং কেককাটা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ আগষ্ট) বিকেলে শহরে শেরপুর মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত বন্ধু আড্ডায় স্থানীয় কবি ও বিভিন্ন গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আহ্বায়ক সাংবাদিক ও কবি রফিক মজিদের সভাপতিত্বে বন্ধু আড্ডায় প্রথমে উপস্থিত কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। পরে কেককাটা এবং শেরপুরের কবি সাহিত্যিকের প্রকাশিত বিভিন্ন বই বিনিময় করা হয়। এসময় কবি ও সাংবাদিকদের মধ্যে গাঙচিলের সদস্য সচিব কবি জাহাঙ্গীর আলম, কবি রাবিউল ইসলাম, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, নুরুল ইসলাম নাযিফ, কবি মকবুল হোসেন, গ্রবেষক ও সাহিত্যিক প্রভাষক মো. আনিসুর রহমান আকন্দ, তথ্য বিষয়ক অনলাইন আওয়ার শেরপুর এর সম্পাদক ও প্রকাশক মো. দেলোয়ার হোসেন, কবি পিএইচপি রুবেল, কবি রুমেল খান, সাংবাদিক জিএইচ হান্নান, সাংবাদিক কাজি মাসুম, সাংবাদিক মুহাইমিনুল ইসলাম হুমায়ুন, জাহিদুল খান সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।