শেরপুরে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে সাহিত্য আড্ডা ও ঈদ পুনরমিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের খরমপুরস্থ শেরপুর মিডিয়া সেন্টারে গাঙচিলের আহ্বায়ক সাংবাদিক ও কবি রফিক মজিদের সভাপতিত্বে এ সাহিত্য আড্ডা এবং ঈদ পুনরমিলনী অনুষ্ঠিত হয়।
সাহিত্য আড্ডায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন এবং দেশ স্বাধিনে তার ভূমিকার উপর সংক্ষিপ্ত আলোচনা ও উপস্থিত কবিদের বঙ্গবন্ধুর উপর স্বরচিত কবিতা পাঠ করেন গাঙচিল সদস্য সচিব কবি মো. জাহাঙ্গীর আলম, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি রাবিউল ইসলাম, ছড়াকার আশরাফ আলী চারু, কবি আজাদ সরকার, কবি মকবুল হোসেন, কবি নাসিম তালুকদার, কবি ওমর ফারুকসহ সাংবাদিক কাজি মাসুম উপস্থিত ছিলেন।