শেরপুরে গাঙচিল সাহিত্য সাংস্কৃতি পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে শহরের খরমপুরস্থ শেরপুর মিডিয়া সেন্টারে এ সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন গাঙচিলের কেন্দ্রীয় জেলা সমন্বয়ক কবি হারুনুর রশীদ।
গাঙচিলের সদস্য সচিব কবি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আহ্বায়ক সাংবাদিক ও সাহিত্যিক রফিক মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আড্ডায় স্বরচিত কবিতা পাঠ এবং গাঙচিলের প্রতিষ্ঠাতা সাহিত্যিক ও চল”িত্রকার খান আকতার হোসেনের ৬২ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এসময় অনলাইন সাহিত্য ম্যাগাজিন প্রকাশনা নিয়ে বক্তব্য রাখেন ‘আওয়ার শেরপুর’ এর সম্পাদক প্রকাশক মো. দেলোয়ার হোসেন।
সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি নূরল ইসলাম মনি, কবি রাবিউল ইসলাম, কবি মহিউদ্দিন বিন জুবাইদ, ছাড়াকার আশরাফ আলী চারু, গবেষক ও সাহিত্যিক মো. আনিসুর রহমান আকন্দ, কবি নূরুল ইসলাম নাযীফ, কবি জান্নাতুল রিকসনা, কবি নাছিম তালুকদার, কবি জুলফিকার আলী, কবি ওমর ফারুক, কবি মকবুল হোসেন, কবি মাহমুদুল হাসান আরিফ, কবি আব্দুল হাকিম সাব্বির, কবি মিজানুর রহমান, কবি রাশেদুজ্জামান, সাংবাদিক ও কবি মনিরুজ্জামান রিপন, সাংবাদিক কাজি মাসুম প্রমুখ।
সাহিত্য আড্ডা শেষে আগামী একুশে বই মেলায় গাঙচিল থেকে উপস্থিত কবিদের কাব্য গ্রন্থ প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।