শেরপুরে আগামী ১৫ সেপ্টেম্বর গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও কবি আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) শহরের নয়ানীবাজারস্থ গাঙচিল কার্যালেয় অনুষ্ঠিত এ কবি আড্ডা ও আলোচনা সভার সভাপতিত্ব করেন গাঙচিল সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদ। গাঙচিল সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় বক্তব্য রাখেন, প্রবীণ ছড়াকার নূরুল ইসলাম মনি উরফে দাদু ভাই, সিনিয়র কবি রোজিনা তাসমিন, কবি ড. মোহাম্মদ আনিসুর রহমান আকন্দ, ছড়াকার মহিউদ্দিন জুবাইদ, ছাড়াকার আশরাফ আলী চারু, ছড়াকার নূরুল ইসলাম নাযীফ, কবি রাবিউল ইসলাম, কবি আজাদ সরকার, সাংবাদিক কাজি মাসুম, কবি ও সাংবাদিক সোহাগী আক্তার প্রমুখ।
আলোচনা সভায় আগামী ১৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় নানা আয়োজনে গাঙচিলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা, কবিতা পাঠ ও সাহিত্য সাময়িকী প্রকাশ করার সিদ্ধান্ত হয়। পরে উপস্থিত কবিদের স্বরচিত কবিতা পাঠ করা হয় এবং সব শেষে সাংবাদিক ও কবি রফিক মজিদের লেখা “মেঘালয়ে ফিরেদেখা-৭১” এবং কবি এম এইচ মুকুলের লেখা পুঁথিকাব্য “ডাইনি মা” গ্রন্থ দুটি উপস্থিত কবিদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।