শেরপুরে ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ নভেম্বর রবিবার বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া সুতিরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে নকলা উপজেলার রামপুর গ্রামের মৃত নাসিম উদ্দিনের ছেলে আবুল হোসেন (৪৫) ও মৃত আইজ উদ্দিনের ছেলে মোজাম্মেল (৪৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে শেরপুর সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সেকেন্ড অফিসার এস আই কামরুল, এস আই মোস্তাফিজ, এস আই রবিউল ইসলামসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া সুতিরপাড় এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ আবুল হোসেন ও মোজাম্মেলকে গ্রেফতার করেন। সোমবার মাদক আইনের নিয়মিত মামলাসহ তাদের আদালতে সোপর্দ করা হবে।