শেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। দুপুরে গণহত্যার শিকার সদর উপজেলার সূর্যদি গ্রামের ৩৯ জন শহীদের স্মরণে স্থাপিত বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।
এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে সূর্যদি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পোষ্টার প্রদর্শনী শেষে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।
অন্যদের মধ্যে পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী অঞ্জন চন্দ্র পাল, পৌর মেয়র গোলাম মো. কিবরিয়া প্রমূখ বক্তব্য রাখেন।