শেরপুরে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। আজ রবিবার (১ ডিসেম্বর) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে টিসিবি এই পেঁয়াজ বিক্রির কার্যক্রম শুরু করে। বিদেশ থেকে আমদানী করা এই পেঁয়াজ জনপ্রতি দুই কেজি করে বিক্রি করা হচ্ছে।
সারাদেশে পেঁয়াজে মূল্য বৃদ্ধির কারণে সাধারণ ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে পেঁয়াজ পৌঁছে দিতে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ) শেরপুরে দুপুর থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে খোলা বাজারে ৪৫ টাকা কেজি দরে বিক্রি শুরু করেছে। রবিবার একটি ছোট ট্রাকে দুই হাজার কেজি পেঁয়াজ বিক্রি করা হলেও আগামীকাল সোমবার (২ ডিসেম্বর) থেকে টিসিবি’র এই পেঁয়াজ চার টন করে বিক্রি করবে জানান বিক্রেতারা।
এদিকে আমদানী করা বড় বড় এই পেঁয়াজ প্রতি কেজিতে সর্বোচ্চ তিনটি উঠলেও ক্রেতাদের অভিযোগ অধিকাংশ পেঁয়াজ খাওয়ার অযোগ্য। তবে বিক্রেতারা বলছেন, যাদের কাছে নষ্ট পেঁয়াজ গেছে তাদের পরিবর্তন করে ভাল পেঁয়াজ দেয়া হচ্ছে।