শেরপুর জেলায় করোনা পরিস্থিতিতে দরিদ্র অসহায় মানুষ শ্রম দিয়ে উপার্জন করতে পারছে না। তাই শ্রম নির্ভর দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করার জন্য রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমী কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাতে শেরপুর পৌরসভার শীতলপুর, সজবরখিলা, গৌরিপুর ও চাপাতলী মহল্লায় দরিদ্র মানুষের বাড়িতে গিয়ে চাল, ডাল, তেল, আটা, পিয়াজ, আলু, লবন, সাবান ও সচেতনতামূলক লিফলেটসহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমীর চেয়ারম্যান এস. এম. এনামুল হক মিরজু, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মু. ফরিদুর রহমান, মাওলানা মো. শরাফত আলী, হামিদুল হাসান মিনারসহ স্কুলের শিক্ষকবৃন্দ।