সমাজের বিভিন্ন স্তরের সুবিধা বঞ্চিত ছিন্নমূল ও দরিদ্র শিশুদের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মানবাধিকার বিষয়ক সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি। দেশের প্রতিটি জেলাতে সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের সাথে শিশুদের স্কুলমুখী করতে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি তৃণমূলের অভিভাবকদের মাঝে শিশুর শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা অবহিত করার জন্য কাজ করে যাচ্ছে সংস্থাটি।
তারই ধারাবাহিকতায় শেরপুরে “আলোর মিছিল” স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নতুন বছরের বই, ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি শেরপুর জেলার উদ্যোগে নকলা অদম্য সহায়তা সংস্থা ও যোগিনীমুরা নামাপাড়া মডেল স্কুল এর যৌথ সহযোগীতায় আজ সকালে সদর উপজেলার যোগিনীমুরা নামাপাড়া মডেল স্কুল প্রাঙ্গণে ৪০ জন ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ওই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি শেরপুর জেলার সভাপতি আলমগীর আল-আমিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এএসএম নুরুল ইসলাম হিরু।
এসময় সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি শেরপুর জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি নাঈম ইসলাম এবং কার্যকরী সদস্য ও ইউরোবিডি নিউজের জেলা প্রতি জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম তারা, সাপ্তাহিক দশকাহনিয়ার ষ্টাফ রিপোর্টার জুবাইদুল ইসলাম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ও মানবাধিকারকর্মী ইমরান হাসান রাব্বী, বিডি আইটি জোনের কর্ণধার ইফতেখার পাপ্পু, নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থার পরিচালক শফিকুল ইসলাম ও সদস্য স্বপন আহমেদ প্রমূখ।