শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটের ক্লাস চালুর দাবিতে মানবন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি পেশ করেছেন।
১৬ ফেব্রুয়ারি রোববার সকাল থেকে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবন ও ইনস্টিটিউটের মূল ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করেন তারা।
আর এসকল কর্মসূচি ও আন্দোলনের নেতৃত্ব দেন শেরপুর পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি হাসানুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রাকিব। এ আন্দোলনে উভয় শিফটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আন্দোলনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় শিফট এর ক্লাস শুরুর দাবি জানান। পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নিকট লিখিত একটি স্মারকলিপি পেশ করেন তারা।
জানা গেছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারিতে ইনস্টিটিউটের শিক্ষকরা ২য় শিফটের সম্মানী ভাতার দাবিতে ক্লাস বর্জন করছেন, যা আজও বলবত রয়েছে।
অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, যতদিন পর্যন্ত শিক্ষকরা দ্বিতীয় শিফটের ক্লাসে ফিরে না আসবেন, ততদিন পর্যন্ত তারা মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবেন।