শেরপুরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের নয়ানীবাজারস্থ পোদ্দার ভবনের চতুর্থ তলায় ক্রিয়াযোগ উপাসনালয়ে ওই ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
এ উপলক্ষে উপাসনালয়ের সেবক ব্রহ্মচারী সান্তানন্দের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রাণগোপাল সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও প্রেসকাব সভাপতি রফিকুল ইসলাম আধার। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আনিসুর রহমান, ডাঃ টি.কে সাহা, আমিনা জেনারেল হাসপাতালের পরিচালক ফারহানা জান্নাত স্মৃতি, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিনয় কুমার সাহা, জেলা জাসদ সাধারণ সম্পাদক বিপ্লব দে লব, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদল, উপাসনালয় পরিচালনা কমিটির সভাপতি জীবন সাহা, আকাশ বণিক প্রমুখ।
বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন। এ ক্যাম্প প্রতি ইংরেজি মাসের শেষ দিবসে নিয়মিতভাবে চলবে। এর আগে অতিথিগণের মাধ্যমে উপাসনালয় অঙ্গণে শ্বেত কপোত উড়ানো ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
শেরপুর টাইমস/ বা.স