
শেরপুরে কোভিড ১৯ প্রতিরোধ প্রকল্পে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৯ মে সকাল ১১ টায় শেরপুর শহরের পালকি চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনিসেফের সহযোগিতায় দি হ্যাঙ্গার প্রজেক্টের আয়োজনে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী খাইরুল বাশার ।
অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী জাহিদুল খান সৌরভের সঞালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক জি এম বাবুল, গাংচিল সাহিত্য ও প্রকাশনা কমিটির সভাপতি রফিক মজিদ, জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার জান্নাতুল হ্যাপি, নারী উন্নয়ন কমিটির সভানেত্রী আইরিন পারভিন, রেডক্রিসেন্ট শেরপুর ইউনিটের যুব প্রধান ইউসুফ আলী রবিন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের ৫ জন স্বেচ্ছাব্রতীসহ বিভিন্ন পেশাজীবীদের মোট ৪০জন অংশ গ্রহণ করেন।