যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর। সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে দিনটির সূচনা হবে। সারাদেশে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই। শেরপুর শহরের সকল ঈদগাহ মাঠের প্রস্তুতির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
শেরপুর শহরের বেশিরভাগ ঈদগাহেই ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের পৌর ঈদগাহ মাঠে সকাল ৯ টায়। একইসাথে এখানে মহিলাদের জামাতও একই সময়ে অনুষ্ঠিত হবে। চাপাতলী জেলা পরিষদঈদগাহ মাঠ, মাইসাহেবা ঈদগাহ মাঠ, তেরাবাজার মাদ্রাসা ঈদগাহ মাঠ, বাগরাকসা কাজিবাড়ী ঈদগাহ মাঠ ও নবীনগর মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে পুলিশ লাইন্স ঈদগাহ মাঠে সকাল ৮টায়, নতুন বাসষ্ট্যান্ড মারকাজ মসজিদে সকাল ৮.৩০ মিনিটে এবং ইদ্রিসিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল ৯.১৫ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
তথ্যমতে, কসবা শাহী মসজিদ মাঠ, কসবা মাজার ঈদগাহ মাঠ, মীরগঞ্জ ঈদগাহ মাঠ, খোয়ারপাড় ঈদগাহ মাঠ এবং সজবরখিলা ঈদগাহ মাঠে সকাল ৯.৩০ মিনিট ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে শীতলপুর ঈদগাহ মাঠ, ঢাকল হাটি ঈদগাহ মাঠ, গৌরীপুর ঈদগাহ মাঠ, দিঘারপাড় পশ্চিম ও উত্তরপাড়া ঈদগাহ মাঠে সকাল ৯টায় এবং কালীগঞ্জ ঈদগাহ মাঠ,মোবারকপুর দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ এবং দক্ষিণ নবীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।