নকলা প্রতিবেদক : শেরপুরের নকলায় তিন দিনের কৃষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। ২২ জানুয়ারি রবিবার নকলা উপজেলা কৃষি অফিসের হল রুমে প্রধান অতিথি হিসেবে শেরপুর খামার বাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন উপস্থিত থেকে ওই কর্মশালার উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আব্দুস ছাত্তার ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ এনামূল হক।
জানা গেছে, খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও মাঝারী নদীতে রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের আওতায় এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তর, নকলার আয়োজনে তিনটি ব্যাচে ৩০ জন করে মোট ৯০ জন কৃষককে প্রশিক্ষন করানো হবে।