শেরপুরে জমি সংক্রান্ত পুর্ব বিরোধের জের ধরে দুদু মিয়া (৫০) নামে এক কৃষক খুন হয়েছেন। সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর ঘোড়াপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত দুদু মিয়া স্থানীয় অহেদ আলী মন্ডলের ছেলে। এ ঘটনায় দুদু মিয়ার ছেলে সাইদুর রহমান (৩৫) আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দুদু মিয়ার সাথে প্রতিবেশি মৃত- রুস্তম আলীর ছেলে লিটন মিয়া (৪০) ও শরাফত আলীর ছেলে মঞ্জু মিয়ার (৫০) একবিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও আদালতে মামলা-মোকদ্দমা চলে আসছিল। সোমবার দুপুরে দুদু মিয়া ও তার ছেলে সাইদুর রহমান ওই বিরোধপূর্ণ জমিতে মাটি কাটতে গেলে প্রতিপক্ষ লিটন ও মঞ্জুর নেতৃত্বে ১০/১২ জন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুদু মিয়া ও তার ছেলে সাইদুর রহমানের উপর অতর্কিত হামলা চালায়। এতে দুদু মিয়া ও ছেলে সাইদুর রহমান মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে আত্মীয়-স্বজনরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুদু মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুলাহ আল মামুন সাংবাদিকদের জানান, এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেইসাথে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও ওসি জানান।