শেরপুরে এক কিশোরকে ডেকে নিয়ে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ফেসবুকে মেসেজ দেয়াকে কেন্দ্র করে এক কিশোরকে শেরপুর পুরাতন পৌর ভবনে ডেকে নিয়ে চার পাঁচজন কিশোর বেল্ট দিয়ে বেধরক মারধর করছে।
এই ঘটনায় ওই কিশোরের বড় ভাই বাদী হয়ে মামলা করলে চার কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার ওই কিশোর এখনো শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো,শেরপুর শহরের গোপালবাড়ী এলাকার গোলাম মাহবুবের ছেলে সিয়াম, আমিনুল ইসলামের ছেলে শুভ, বেলাল হোসেনের ছেলে আরমান ও সুজন মিয়ার ছেলে সাজেদুল ইসলাম নাফনি
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা আব্দুল্লাহ আল মামুন শেরপুর টাইমসকে জানান ,কােন মেয়েকে মেসেজ দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে। আগামীকাল আসামীদের কোর্টে সোপর্দ করা হবে।