শেরপুরে মিতু (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে সদর উপজেলার বলাইরেরচর ইউনিয়নের রামেরচর গ্রামে ওই ঘটনা ঘটে। কিশোরী মিতু স্থানীয় দিনমজুর মিজান মিয়ার মেয়ে।
জানা যায়, শেরপুর সদর উপজেলার রামেরচর গ্রামের বাসিন্দা দিনমজুর মিজান মিয়ার কিশোরী মেয়ে মিতু তাদের পার্শ্ববর্তী জঙ্গলদী গ্রামে নানীর বাড়িতে বেশ কিছুদিন থাকার পর শুক্রবার সকালে পিত্রালয়ে আসে। শনিবার দুপুর ১২টার দিকে একই গ্রামের আব্দুল খালেক দফাদারের লেবুর বাগানে কিশোরী মিতুর ঝুলন্ত লাশ এলাকাবাসী দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে কিশোরী মিতুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম শেরপুর টাইমসকে জানান, মিতুর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।