‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ, জন্মভূমি বাংলাদেশ, কর্মভূমি বিশ্বময়’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুর সদর উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তিনমাস মেয়াদী কম্পিউটার অপারেশন প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাশের উদ্বোধন করা হয়েছে। ৪ এপ্রিল মঙ্গলবার সকালে সদর উপজেলার কানাশাখোলা এলাকায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ওই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।
শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, ভাতশালা ইউপি চেয়ারম্যান মোছা. নাজমুন্নাহার ও চরপক্ষীমারী ইউপি চেয়ারম্যান মো. আকবর আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার।
উদ্বোধন শেষে প্রশিক্ষণের বিভিন্ন প্রকার সরঞ্জাম পরিদর্শন করেন হুইপ আতিকসহ আমন্ত্রিত অতিথিরা। ওইসময় জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ১ম ব্যাচে ৩৩ জনকে কম্পিউটার অপারেশন প্রশিক্ষণ দেওয়া হবে। ৩ মাস মেয়াদী এ প্রশিক্ষণটি মোট ৩৬০ ঘন্টা শর্টকোর্সে অনুষ্ঠিত হবে।