শেরপুর জেলা শহরের প্রাণ কেন্দ্র মুন্সিবাজার গোয়ালপট্টি’র সন্তোষী বস্ত্র বিতানে অগ্নিকান্ডে পুরো দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই
দোকানের মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী দোকান মালিক গৌতম সাহা মনার।
যদিও ফায়ার সার্ভিস বলছে ক্ষতি নিরোপনে কাজ চলছে,ধারণা করছি ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হতে পারে। অগ্নিকান্ডের সূত্রপাত বা কারণ তাৎক্ষনিক ভাবে নির্ধারণ করা যায়নি।
স্থানীয়রা জানায়, ৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন থাকায় দোকান মালিক সারাদিন দোকানে আসেনি। এছাড়া রাতের বেলা এবং সাপ্তাহিক বন্ধের কারণে পুরো এলাকায় লোক চলাচলও ছিল খুবই কম।
এদিকে রাত পৌনে ৯ টার দিকে জনৈক পথচারি দোকানের ভিতর থেকে দোকান ঘরের চালের উপর দিয়ে অগ্নিশিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
এসময় দ্রুত ফায়ার সার্ভিস বাহিনী এসে প্রায় ঘন্টা খানিক চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে বেশ কিছুক্ষন আগুন জ্বলার কারণে দোকানের ভিতর সব কাপড় পুড়ে ছাই হয়ে যায়। শহরের প্রাণ কেন্দ্রে এ অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, চেম্বার অব কমার্স ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের
নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।