শেরপুর সদর উপজেলার লছমনপুর এলাকায় জমসেদ আলী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজাকে ওই প্রতিষ্ঠানের সভাপতি কতৃর্ক মারধর করে আহত করার অভিযোগ উঠেছে । ৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসেই ওই ঘটনা ঘটে। আহত অধ্যক্ষ শহিদুল রেজাকে পুলিশ উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত অধ্যক্ষ।
আহত অধ্যক্ষ শহিদুলের অভিযোগ, ওই কলেজের গভর্নিং বডি’র (পরিচালনা কমিটি) সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল এবং তার লোকজন তাকে মারধোরে আহত করেছেন। কলেজটি সভাপতির প্রয়াত বাবা জমসেদ আলীর নামে প্রতিষ্ঠিত। তিনি বলেন, দাপ্তরিক কাজের কথা বলে সিজিবির সভাপতি মিনহাজ উদ্দিন মঙ্গলবার সকালে তাকে কলেজে ডেকে নিয়ে যান। অধ্যক্ষের চেয়ারে বসা মাত্রই সভাপতি মোটর সাইকেলে কলেজে প্রবেশ করে তাকে উপাধ্যক্ষের অফিসে ডেকে নেয় এবং এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ২ লাখ ১০ হাজার টাকা দিতে বলেন।
সেই টাকা দিতে অস্বীকার করলে ২টি সাদা কাগজ বের করে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করতে অথবা ৫০ লক্ষ টাকার মুচলেকা দিতে বলেন। স্বাক্ষর করতে অস্বীকার করলে সভাপতি উত্তেজিত হয়ে তাকে প্রহার করতে থাকেন। কলেজে থাকা ক’জন শিক্ষককে বের করে দিয়ে দরজা জানালা বন্ধ করে তাকে প্রহার করেন। একপর্যায়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আনে।
এব্যাপারে অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা মুঠোফোনে জানান, সভাপতি মিনাল ও তার লোকজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
এদিকে অভিযোগ অস্বীকার করে মিনহাজ উদ্দিন মিনাল বলেন, গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত এইচএসসির নির্বাচনী পরীক্ষায় ৪/৫ বিষয়ে ৪৯ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। এদের মধ্যে অধ্যক্ষ শহিদুল ২১ জনের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে ফরম পূরণের সুযোগ করে দেন। টাকা দিতে না পারায় অবশিষ্টরা ফরমপূরণ করতে পারেনি। ফলে তারা চলতি এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ থেকে বঞ্চিত হয়। ওইসব বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁকে (অধ্যক্ষ) মারধর করেছেন বলে তিনি দাবি করেন। আপনি সভাপতি হিসাবে এঘটনায় কোন প্রদক্ষেপ নিয়েছেন কিনা তা জানতে চাইলে তিনি জানান , প্রিন্সিপাল সাহেব অন্যায় করেছেন তাই তিনি এ পরিস্থিতির শিকার হয়েছেন ।
এব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন , পুলিশ উদ্ধার করে তাকে হাসপাতালে পৌছে দিয়েছে তবে কোন ধরণের অভিযোগ আমরা পাইনি পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।