শেরপুরের সাতপাকিয়ায় জ্বর , ঠান্ডা ও কাশিতে ভোগার পর একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সাতপাকিয়ার মধ্যপাড়া নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ওই মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করছে জেলা স্বাস্থ্য বিভাগ পাশাপাশি মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১৬ টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
পুলিশ জানায়, গত তিনদিন যাবত জ¦র, ঠান্ডা ও কাশিতে ভোগছিলেন ওই ব্যাক্তি। বৃহস্পতিবার সকাল থেকেই তার জ¦র বেড়ে যায় এবং মৃত্যু হয়। এ ঘটনা জানার জেলা স্বাস্থ্য বিভাগ স্থানীয় মেডিকেল টিম গঠন করে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে। পরে ওই মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১৬ টি বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন বলেন, আমরা ঘটনা শুনার পর ঘটনাস্থলে যাই এবং ওই মৃত ব্যক্তির বাড়িসহ ১৬ টি বাড়ি লকডাউন ঘোষণা করি। তিনি আরো জানান, নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।