বৃহস্পতিবার রাতে জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, শেরপুরে করোনার সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। জেলা সদর হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ছে। চলমান লকডাউনেও করোনার ভয়াবহতা নিয়ে গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের উদাসীনতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সবাইকে এখনি সচেতন হতে হবে। তাই করোনার নিয়ন্ত্রণ ও বিস্তার রোধে সবাইকে মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা প্রতিপালন করতে হবে। আর না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি।
জেলায় মোট করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭৫ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ৩৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১১৩ জন। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ৯২৪ জন।
নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৬২জন, শ্রীবরদিতে ৮ জন, নালীতাবাড়িতে ১৪ জন, নকলায় ১০ জন ও ঝিনাইগাতিতে ৬ জন শনাক্ত হয়েছেন।