আমরা আছি আপনার পাশে, মানবিক পুলিশের চোখে-জনতার আকাঙ্খা লেখা থাকে’ এমন শ্লোগানে শেরপুরের গুরুত্বপূর্ণ পয়েন্টে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার জন্য জেলা পুলিশের উদ্যোগে ব্যানার টানানো হয়েছে। শহরের নিউ মার্কেট মোড়ে লাগানো ব্যানারে লেখা করোনা প্রতিরোধে সচেতই হই, আপনার সচেতনতাই করোনা প্রতিরোধ সম্ভব এমন শ্লোগানে শেরপুরবাসীকে সচেতন হওয়ার উদ্বুদ্ধ করছে।
এছাড়াও বর্তমান পরিস্থিতিতে কেউ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অতিরিক্ত রাখলে এবং কালোবাজারি আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা পুলিশ প্রশাসন জানিয়েছেন। এদিকে করোনা ভাইরাস সংক্রান্ত যেকোন তথ্য দিতে বলা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। জেলা পুলিশের হটলাইন নম্বর- ০১৭৬৯-৬৯৩৪৩৪।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।