শেরপুরে এসএসসি শিক্ষার্থীদের স্বেচ্ছাবেসী সংগঠন ‘স্বপ্নজাল’ এর আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও চলতি বছরের কৃতি এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে শহরের সজবরখিলাস্থ স্বপ্নজাল কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও স্বপ্নজাল উপদেষ্টা মোঃ শরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বপ্নজাল উপদেষ্টা এবং গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ ও উপদেষ্টা শিশু সংগঠক মমিনুল ইসলাম।
স্বপ্নজাল সভাপতি তানজিদ ইসলাম তানিম এর সভাপতিত্বে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক্ব সাদিকুর রহমান অমিতের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথিরা করোনা প্রতিরোধ ও সচেতনা মূলক পরামর্শ দেন এবং স্বপ্নজালকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার নানা দিক নির্দেশনা দেন। পরে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থী এবং সংগঠনের উপদেষ্টাদের মাঝে সংবর্ধনা স্মারক তুলে দেয়া হয়।