শেরপুরে করোনা আক্রান্ত হয়ে ফারজানা নামের ৩১ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মোবারক হোসেন।
মৃত্যুবরণকারী ফারজানা বেগম শেরপুর শহরের কালিরবাজার মহল্লার সাতানিপাড়া এলাকার বাসিন্দা। এনিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু হলো ১৯ জন।
এদিকে, বৃহস্পতিবার জেলায় নতুন করে আরো ৪৯ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত শনাক্ত ১ হাজার ২ জনের মধ্যে শেরপুর সদরে ৫৯৩ জন, নকলায় ১৫৩, নালিতাবাড়ীতে ১২২, ঝিনাইগাতীতে ৫৮ ও শ্রীবরদী উপজেলায় ৭৬ জন আছেন। এই সময়ে সুস্থ হয়েছেন ৭৫২ জন। আর ১৯ জনের মৃত্যু হয়েছে।