শেরপুর জেলার ৫ উপজেলার ৫২টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিকাদান কেন্দ্রে টিকা প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
সহজ পদ্ধতিতে টিকা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন জনসাধারণ। গোটা জেলায় প্রথম দফায় ৩৩ হাজার ৬০০ সাধারণ জনগণকে এ টিকা দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী মহোদয়, সিভিল সার্জন একেএম আনওয়াররু রউফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি প্রমুখ।
জানা গেছে, প্রতিটি ইউনিয়নে তিনটি করে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটিতে আছে তিনটি করে বুথ। এভাবে ৫২ ইউনিয়নের ১৫৬ কেন্দ্রে ৪৬৮ বুথে চলবে গণটিকাদান। এসব ইউনিয়নে টিকা পাবেন ৩১ হাজার ২০০ জন। এছাড়া ৪টি পৌরসভার মধ্যে শেরপুর সদর ও নালিতাবাড়ী পৌরসভায় চলবে টিকাদান।
নকলা ও শ্রীবরদী পৌরসভায় নিজস্ব স্বাস্থ্যকর্মী না থাকায় সেখানকার বাসিন্দাদের সদর পৌরসভায় টিকা নিতে বলা হয়েছে। সব মিলিয়ে দুই পৌরসভায় টিকা দেয়া হবে ২ হাজার ৪০০ জনকে। শেরপুরের সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ বলেন, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর নিয়ে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করে টিকা দেওয়া হবে।
পৌর এলাকায় প্রতি ওয়ার্ডে ২০০ জন করে টিকা নিতে পারবে। আর ৫২ ইউনিয়নের প্রতিটি কেন্দ্রের ৩টি বুথে মোট ৬০০ জনকে টিকা প্রদান করা হবে।