শেরপুরে ওমরাহ্ হজ্জ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের তেরাবাজারস্থ শাহিন হজ্জ কাফেলার উদ্দ্যেগে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে মোয়াল্লেম আলহাজ্ব মোঃ শাহিনুর রহমানের সঞ্চলনায় ও ঐতিহ্যবাহী তেরা বাজার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির আহ্বায়ক এবং শেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শেরপুর পৌর সভার প্যানেল মেয়র-১ আতিউর রহমান মিতুল উপস্থিত ছিলেন ।
বিশেষ অতিথি হিসেবে তেরা বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হযরত মাওলানা আহসান উল্লাহ, বীরমুক্তিযোদ্ধা ,সাবেক শিক্ষক আলহাজ্ব মোঃ আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে আগামী ১০ নভেম্বর মোয়াল্লেম আলহাজ্ব শাহিনুর রহমান এর নেতৃত্বে মহিলাসহ ৩৬ জন ওমরাহ্ হজ্জ যাত্রী ওই দিন সকালে মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানিয়েছেন আয়োজক সুত্র।