শেরপুরে ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে বুধবার শেরপুর সদর উপজেলা আওয়ামীলীগ ও জেলা মহিলা আওয়ামীলীগের ব্যানারে শহরে পৃথক সমাবেশ হয়েছে। সমাবেশের আগে দু’পক্ষের সমর্থকরা পৃথক মিছিল করে নিজ নিজ জনসভায় আসেন।
বিকেলে শহীদ মিনার প্রাঙ্গনে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গণজমায়েতের অনুষ্ঠিত হয়। একই সময়ে শহরের গোডাউন মোড় এলাকায় জেলা মহিলা আওয়ামীলীগ আলোচনা সভা ও গণজমায়েতের আয়োজন করে।
সদর উপজেলা আওয়ামীলীগের সমাবেশে আমির আলী সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় ওই সমাবেশে বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. খোরশেদুজ্জামান, মিনহাজউদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, আনোয়ার হাসান উৎপল, শহর আওয়ামীলীগ সাধারন সম্পাদক প্রকাশ দত্ত, বিএমএর সভাপতি ডা. আব্দুল বারেক তোতা, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক কহিনুর বেগম বিদ্যুৎ, মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, জেলা যুবলীগ সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা শোয়েব হোসেন শাকিল, মতিউর রহমান মতিন, সাবেক ছাত্রলীগ সভাপতি জুনায়েত নূরানী মনি প্রমূখ বক্তব্য রাখেন।
অন্যদিকে খরমপুর গোডাউন মোড় এলাকার গণজমায়েতে জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শামসুন্নাহার কামালের সভাাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান। প্রধান বক্তা ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. ছানোয়ার হোসেন ছানু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আখতারুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, আওয়ামীলীগের কেন্দ্রিয় উপ-কমিটির সদস্য কৃষিবিদ আলফারুক ডিউন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বায়োজিদ হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস কুমার সাহা, জেলা যুবলীগ সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী ,জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু প্রমূখ।