শেরপুরে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি মুজিবনগর দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় দেশ গড়ার কাজে সকলকে আত্মনিয়োগ করার উপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক আনারকলি মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবদ্ধ পাঠ করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এটিএম জিয়াউল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সধারণ সম্পাদক পিপি চন্দন কুমার পাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সাংবাদিক আব্দুর রহিম বাদল, মহিলা আওয়ামীলীগ সভাপতি সামছুন্নাহার কামাল, আওয়ামীলীগ নেতা প্রকাশ দত্ত প্রমূখ।প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিসি মেজবাউল আলম ভুইয়া। আলোচনা সভার শুরুতে মুজিবনগর দিবসের প্রেক্ষাপটের উপর একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়। সেমিনারে প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।