শেরপুর সাংস্কৃতিক সংসদের আয়োজনে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত আলোকচিত্রী ও শেরপুরের কৃতি সন্তান এস এ শাহরিয়ার রিপনের স্মরণ সভা ও দোয়া মাহফিল বুধবার (৫ আগষ্ট) বিকেলে শেরপুর পৌর টাউন হলে অনুষ্ঠিত হয়েছে ।
শেরপুর সাংস্কৃতিক সংসদের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এর সভাপতিত্তে ও সংসদের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান তপনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফকরুল মজিদ খোকন, সামাজ সেবিকা রাজিয়া সামাদ ডালিয়া, অধ্যাপক শিব শংকর কারুয়া , শেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, শেরপুর জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, শেরপুর জেলা ফুটবল এসোসিয়শনের সভাপতি মানিক দত্ত, আলহাজ্ব শফিউল আলম চাঁন ও রিপন পত্নী তানজিন ফেরদোস তানি। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । উল্লেখ্য, ২০২০ সালের ৪ জুলাই দুরারোগ্যব্যধীতে আক্রান্ত হয়ে এস এ শাহরিয়ার রিপন ইন্তেকাল করেন।