শেরপুরে এসএসসি ১৯৯১ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) শেরপুর শহরের মডেল গার্লস ডিগ্রি কলেজ মিলনায়তনে এ আয়োজন করেন শিক্ষার্থীরা।
দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মাঝ বয়সের এ মানুষগুলো।
ইফতার আয়োজনে ঈদের ছুটিতে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বন্ধুরা একত্রিত হতে পেরে ৩১ বছর আগের সেই দিনগুলোতে ফিরে যান তারা।
কেউ কেউ ১৫/২০ বছর পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে আবেগে আপ্লুত হয়ে প্রাপ্তির কান্নায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শেরপুরে সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ ওই ব্যাচের ছাত্র হওয়ায় তিনি সবার সঙ্গে মিলিত হয়ে আনন্দে মেতে ওঠেন।
তিনি বলেন, আমি এ আনন্দঘন মুহূর্তে সবার সঙ্গে মিলিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি এখানে এসে বন্ধুহীন হয়ে পড়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমি যেন আমার নিজ এলাকায় আছি।