শেরপুর জেলা শহরে এবং শহরের উপকন্ঠের সড়ক গুলোতে রাতে যানবাহন নিয়ন্ত্রন করতে এবার আলোকিত হলো ট্রাফিক পুলিশ। শেরপুর পুলিশের ট্রাফিক শাখার বিশেষ ব্যবস্থায় শহরের সড়ক সহ বিভিন্ন মোড়ে রাতে যানবাহন নিয়ন্ত্রণ করতে ট্রাফিক অফিসার ও কন্সটেবলদের সোল্ডারে লাল বাতি দেয়া হয়েছে।
এতেকরে দুর থেকে আসা বিভিন্ন যানবাহনের চালকদের নজরে পড়বে সেই সোল্ডার বাতি।
এ ব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর তারিকুল আলম ও জাহাঙ্গীর আলম জানান, ট্রাফিক পুলিশে এসব সোল্ডার বাতি সংযোজন হওয়ায় সড়ক দূর্ঘটনা এবং নিরাপদ দ্বায়িত্ব পালনে সহায়ক হবে। সেই সাথে শেরপুর ট্রাফিক পুলিশ হলো আলোকিত।