ন্যাশনাল চিলড্রেন’র টাস্কফোর্স এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। আজ বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিন ব্যাপী অনুষ্ঠিত এ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
এনসিটিএফ’র জেলা শাখার সভাপতি দুর্জয় সরকার তীর্থ’র সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার খারিদ নুর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান প্রমূখ।
পরে এনসিটিএফ’র দেড় শতাধিক ভোটারের উপস্থিতিতে তাৎক্ষনিক প্রার্থী হয়ে ১১ টি পদের জন্য গোপন ব্যালটের ভোটের মাধ্যমে নিার্বচন অনুষ্ঠিত হয়।