‘উনিশের উচ্ছ্বাস’ শ্লোগানে শেরপুরে এতিম শিশুদের নিয়ে কেক কেটে, মিষ্টিমুখ করিয়ে শেরপুরে ১ অক্টোবর রবিবার চ্যানেল আই’র ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বেলা দেড়টায় শেরপুর সরকারি বালিকা শিশু পরিবারের এতিমদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। শেরপুর প্রেসকাব সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার ও জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ। পরে এতিম বালিকাদেরকে অতিথিরা কেক ও মিষ্টি খাইয়ে দেন। এসময় প্রেসকাবের সাধারন সম্পাদক সাবিহা জামান শাপলা, নারী নেত্রী আইরীন পারভীন, মানবাধিকার কর্মী শামীম হোসেন, সাংবাদিক শরিফুর রহমান, সংস্কৃতি কর্মী তরুণ চক্রবর্তী, শিশু পরিবারের তত্বাবধায়ক বিল্লাল হোসেন, রজীবা সভাপতি সোহেল রানা, কার্টুনিস্ট শাহীন ও নারী রক্তদান সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ‘আমার চ্যানেল আই দর্শক ফোরাম’ শেরপুর জেলা শাখার পক্ষ থেকে প্রতিটি এতিম শিশুর হাতে চকোলেট এবং বিস্কুটের প্যাকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিরা চ্যানেল আই’র ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন এবং শেরপুর প্রতিনিধি হাকিম বাবুল উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনাঢ়ম্বর এ আয়োজনে শিশু পরিবারের কয়েকজন এতিম শিশুর গান পরিবেশন উপস্থিত সকলকে বিমোহিত করে এবং অতিথিরা তাদের গানে মুগ্ধ হয়ে কিছু নগদ অর্থ উপহার দেন। এদিকে, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা চ্যানেল আইর জন্মদিনে শেরপুর প্রতিনিধিকে শুভেচ্ছা জানিয়েছেন।
শেরপুর টাইমস/ বা.স