শেরপুরে ছয়টি বিস্ফোরক মামলায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের একশ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
এর মধ্যে দুই মামলায় শেরপুর জেলা বিএনপির ২০ নেতাকর্মী ও তিন মামলায় নালিতাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক সহ ৭৮ জন নেতাকর্মী রয়েছেন। মঙ্গলবার দুপুরে শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুদিপ্ত দাস এ নির্দেশ দেন। এর আগে ওই মামলায় উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিনে ছিলেন তারা।
মঙ্গলবার অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হলে সেচ্ছায় শেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন প্রার্থনা করলে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন জামিনপ্রার্থীদের আইনজীবি এডভোকেট তৌহিদুর রহমান ।
জামিন নামঞ্জুর হওয়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- নালিতাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি নূরল আমীন,সাধারণ সম্পাদক আশরাফ আলী, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবদল সভাপতি গোলাম কিবরিয়া মাকসিম, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুর রহমান তারা প্রমুখ।
অপরদিকে, জেলা ও দায়রা জজ কে.এম. শহীদ আহমেদ অপর একটি বিস্ফোরণ মামলায় শ্রীবরদী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এবং শ্রীবরদী উপজেলা পরিষদ পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম দুলাল সহ দুই নেতার জামিন না-মঞ্জুর করে তাদের করাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।