শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় অভিযান পরিচালনা করে একটি পিস্তল , ম্যাগজিনসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে র্যাব-১৪ । আটককৃতরা হলো উপজেলার তারানি গ্রামের বিপিন ধারোর ছেলে ইলেকশন ধারো (৫২) ও একই উপজেলার কাকরকান্দি গ্রামের বংকিম রাখসামের ছেলে তুহিন রাখসাম (৪০) ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ময়মনসিংহের কোম্পানী কমান্ডার ও উপ-অধিনায়ক অতিরিক্ত এএসপি মোঃ হাসান মোস্তফা স্বপনের নেতৃত্বে একটি আভিযানিক দল আজ ২২ ডিসেম্বর শুক্রবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত নালিতাবাড়ী উপজেলার আন্ধারোপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই অস্ত্র ও গুলি উদ্ধার করে এবং অভিযুক্তদের আটক করে।
এব্যাপারে র্যাব-১৪, ময়মনসিংহের কোম্পানী কমান্ডার ও উপ-অধিনায়ক অতিরিক্ত এএসপি মোঃ হাসান মোস্তফা স্বপন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নালিতাবাড়ী থানায় সোর্পদ করা হবে । এব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।