শেরপুরে করোনায় আক্রান্ত হয়ে প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের বড় ভাই রফিকুর রহমান (৬৩) ও শ্বাসকষ্টে ভাবি আম্বিয়া খাতুন (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।
করোনায় আক্রান্ত রফিকুর রহমান ৯ ডিসেম্বর বুধবার সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ও আম্বিয়া খাতুন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বুধবার সকাল ১০টায় শেরপুর জেলা সদর হাসপাতালে মারা যান।
তারা শেরপুর শহরের মাধবপুর এলাকার বাসিন্দা। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রফিকুর রহমান অনেকদিন ধরেই লিভার সিরোসিসে ভুগছিলেন।
আজ রাত ৮ টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাঠে নামাজে জানাজা শেষে শেরপুর পৌর চাপাতলী কবরস্থানে তাদের দাফন করা হবে। এই দম্পতির আকস্মিক মৃত্যুতে শেরপুরে শোকের ছায়া নেমে এসেছে।