শেরপুরে মেধাবী ও দরিদ্র এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ফরমফিলাপের আর্থিক সহায়তা প্রদান করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘অসহায় ও দরিদ্র শিক্ষাথর্ী উন্নয়ন সংস্থা’ বা ‘দ্যা ডেভলপমেন্ট অগার্নাইজেশন ফর দ্যা হেল্পলেস এন্ড পুওর স্টুডেন্টস’ (ডপস)।
আজ সকালে শেরপুরের গৌরীপুরে অবস্থিত ডপস এর মেসে ২৭ জন এইচএসসি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় ফরম পূরণের আর্থিক সহায়তা।
এসময় প্রধান অতিথি ছিলেন ডপস প্রতিষ্ঠাতা সেনা সদস্য মো. শাহিন মিয়া বিএসপি। এসময় সাংবাদিক ও কবি রফিক মজিদ, কবি হাসান সরাফত, ডপসের প্রশাসনিক কর্মকর্তা সার্জেন্ট (অবঃ) শহিদুর রহমান, ডপস সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ হোসেন জনি প্রমূখ বক্তব্য রাখেন।
প্রতি বছরের মত এবারও শেরপুর জেলার ০৫ টি উপজেলা থেকে ডপসের অন্তত ২৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।