শেরপুরে এইচএসসি পরিক্ষার্থীদের জন্য দোয়া ও দিক নির্দেশনা মূলক আলোচনা এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) বিকেলে শহরের গৌরীপুরস্থ ডপস ছাত্র মেস মাঠে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস) এর আয়োজনে ডপস সদস্য মেধাবী ৩৫ জন এইচএসসি পরীক্ষার্থীর জন্য দোয়া এবং ৩৫ জন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীসহ মোট ৭০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও দিক নির্দেশনামূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডপস প্রতিষ্ঠাতা সেনা সদস্য মো. শাহিন মিয়া বিএসপি।
ডপস সভাপতি অবসর প্রাপ্ত সার্জেন্ট মো. শহিদুর রহমানের সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, কবি ও সাংবাদিক রফিক মজিদ, হালকা মোটরযান চালক সমিতির সভাপতি মো. শামীম হোসেন, ডপস সদস্য ও ঢাবি শিক্ষার্থী আহমেদ হোসেন জনি প্রমূখ। আলোচনা ও শিক্ষা উপকরণ বিতরণ শেষে উপস্থিত সকল শিক্ষার্থীর জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা মো. এমদাদ হক।