শেরপুরে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনা প্রদান করা হয়। ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হারে শেরপুর জেলায় শীর্ষ স্থান অর্জন করে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল ডিগ্রি কলেজ।
কলেজের সভাপতি একেএম নুরুল আমিন ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা প্রদান করেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সাংসদ আতিউর রহমান আতিক এমপি।
কলেজের প্রভাষক দেবাশীষ মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, শেরপুর সরকারী (বিশ্ববিদ্যালয়) কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারোয়ার জাহান, শেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, ডা. সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে মুক্তিযুদ্ধের চেতনায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। এজন্য নিয়মিত কলেজে এসে শিক্ষকদের শিক্ষাগ্রহণ জরুরী। এসময় ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে অধ্যবসায়ী হওয়ার জন্যও তাগিদ দেন বক্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তথ্যমতে, এবছর বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজের পাশের হার ৯৯.৬২। এই কলেজের ২৬০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ২৫৯ জন কৃতকার্য হয়েছে। বিজ্ঞান বিভাগে কৃতকার্য হয়েছে ৮৭জন, মানবিকে কৃতকার্য হয়েছে ১৩৫জন এবং ব্যবসা শিক্ষা শাখায় কৃতকার্য হয়েছে ৩৭ জন। এই কলেজের একমাত্র জিপিএ ৫ এসেছে মানবিক বিভাগ থেকে।