শেরপুরের নকলায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ নাশকতার কাজে ব্যবহার করার জন্যই গুদামজাত করা হয়েছে বলে জানিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। তিনি শুক্রবার রাতে শহরের নিউ মার্কেট এলাকায় তার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং কালে এ তথ্য জানান।
তিনি জানান, গেল দূর্গাপূজায় শেরপুরের কেন্দ্রীয় মন্দির নয়ানীবাড়ি মা ভবতারা মন্দিরসহ ৪টি মন্দিরে জঙ্গিরা নাশকতা সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করছে পুলিশ হেড কোয়ার্টারের এমন তথ্যে শেরপুর পুলিশ প্রশাসন বিভিন্নভাবে খুঁজতে থাকে এমন ঘাঁটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে নকলার চন্দ্রকোনায় রাত ১১টায় একটি তালা বন্ধ দোকানে অভিযান চালিয়ে ১৮ গ্যালন তরল পদার্থ উদ্ধার করে।
উদ্ধারকৃত তরল পদার্থের মধ্যে রয়েছে নাইট্রিক এসিড, ডিক্লোমেথেনি, সালফিউরিক এসিড, ক্লোরফম, হাইড্রোজেন পার অক্সাইড, ট্রেট্রাহাইড্রোফুরান।
এ ঘটনায় ঘর মালিক মিনারা বেগম, ভাড়াটিয়া আবুল কাশেম, ফয়েজদ্দিনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।