শেরপুরে পবিত্র ঈদুল ফিতর সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে পৌর ঈদগাহ মাঠে সকাল ৯টায়। ওই দিন প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টি হলে কালেক্টরেট জামে মসজিদে সকাল ৯টা ও সকাল ১০ টায় দু’টি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া তেরাবাজার ঈদগাহ মাঠে সকাল ৯টায়, মাইসাহেবা জামে মসজিদে সকাল সাড়ে ৯টা, পুলিশ লাইন ঈদগাহ মাঠে সকাল ৮টায়, ইদ্রিসিয়া মাদ্রাসা মাঠে সকাল ৯.১৫ তে, এগ্রিকালচার ঈদগাহ মাঠে সকাল ৯টায়, নবীনগর মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৯টায়, বাগরাকসা কাজীবাড়ি ঈদগাহ মাঠে সাড়ে ৯টায়, খোয়ারপাড় জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন জানান, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বন, শহরে পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণসহ নির্বিঘ্নে ঈদ উদযাপনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।