শেরপুরে দুইশ পঞ্চাশ পিচ ইয়াবাসহ জুয়েল (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জুয়েল নালিতাবাড়ী উপজেলার পাচঁগাও গ্রামের মমতাজ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই লাল মামুদ মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল আজ সকাল সাড়ে ৮টার দিকে নালিতাবাড়ী উপজেলার পাচঁগাও ব্রিজ এলাকায় ইয়াবা বহন করার সময় জুয়েলকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা দুইশ পঞ্চাশ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, সে ইতিপূর্বে গাজা সহ পুলিশের হাতে আটক হয়ে দুইমাস জেল হাজতে ছিল। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।