শেরপুরে ২শ ৮০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ অক্টোবর শুক্রবার ভোর রাতে শহরের গৌরীপুর মহল্লা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ঝিনাইগাতী উপজেলার কান্দুলী গ্রামের বাসিন্দা ইউনুস আলী ছেলে মোঃ শাহজামাল (২৫) ও একই এলাকার আমীরুল হকের ছেলে মোঃ রেজাউল ইসলাম (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার এসআই সুজাউদৌলা, এসআই মোখলেসুর রহমান, এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ভোর রাতে পৌর শহরের গৌরীপুর এলাকায় অভিযান চালায়। এসময় জামুর দোকানের সামনে থেকে শাহজামাল ও রেজাউল ইসলামকে গ্রেফতার করে। পরে তাদের দেহ তল্লাশী করে ২শ ৮০পিস ইয়াবা জব্দ করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে শেরপুর সদর থানায় ১৯৯০ সনের মাদব দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ৯ খ/২৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।