শেরপুরে ইয়াবাসহ আটক নারী মাদক কারবারি আছমা আক্তারকে(৩৫)কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে তাকে কারাগারে পাঠানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর (ওসি) মো. মোখলেছুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
শেরপুর জেলা শহরের নবীনগর আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা থেকে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৩৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে ডিবি পুলিশ। সে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মৌলভীচর ৪নং পাড়ার শাহজামালের স্ত্রী।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় নবীনগর আন্তঃজেলা বাস টার্মিনালে অভিযান চালানো হয়। এসময় ঢাকার গাজীপুর থেকে শেরপুর আসা বাসযাত্রী আছমা আক্তারকে চ্যালেঞ্জ করে ডিবি। পরে তার
ভ্যানিটিব্যাগ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিবি পুলিশের কাছে আছমা স্বীকারোক্তিতে জানায়, এক মাদক ব্যবসায়ী এই ইয়াবা ট্যাবলেটগুলো তার মাধ্যমে শেরপুর শহরের নবীনগর এলাকায় পৌঁছে দিতে তাকে পাঠিয়েছিল।
শেরপুরের ডিবির(ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, ‘এই ঘটনায় শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’