উন্নততর ও সার্বক্ষণিক গ্রাহকসেবা প্রদানের লক্ষ্যে শেরপুর সরকারি কলেজ গেইটের পাশের্^ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শেরপুর শাখার দ্বিতীয় এ.টি.এম বুথ চালু করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোন প্রধান ড. মুহাম্মদ সোলায়মান।
এ সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শেরপুর শাখা প্রধান এ. এ. এম. মাজহারুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার মো. জাহেদ আলী, সিনিয়র অফিসার মো. আবুবকর সিদ্দিকসহ ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।