ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শেরপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বৃক্ষরোপন ও বিতরণ কর্মসুচী পালন করেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার বয়ড়ায় অবস্থিত আতিউর রহমান মডেল মাদরাসায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আনিসুল হক।
ব্যাংকের শেরপুর শাখা প্রধান ও ভিপি মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুরুজ্জামান। বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা সামিউল আলম, উপকারভোগী সানজিদা, আঞ্জুমান আরা রাণী, মো. মোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৫ হাজার ৫শত ৭০ জন উপকারভোগীর মধ্যে উন্নতমানের ফলজ চারা বিতরণ করা হয়। এ সময় উক্ত মাদ্রাসায় ৫টি বনজ ও ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রকল্প কর্মকর্তা মাহবুবুর রহমান শাহীন।