শেরপুরে ইভিএম পদ্ধতিতে এবারই হচ্ছে প্রথম ভোট গ্রহণ। শেরপুর সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে এবার ইভিএম পদ্ধতিতে । আর ইভিএমে ভোট প্রদান করবেন এ উপজেলার মোট ৩ লাখ ৬১ হাজার ৩৭৮ জন ভোটার। এদের মধ্যে নারী ১ লাখ ৮১ হাজার ৮২৬ ও পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫৫২ জন। উপজেলার ১৪০ টি ভোট কেন্দ্রের ৯৫৬ টি কক্ষে ভোট নেওয়া হবে।
উল্লেখ্য ,শেরপুরের সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ১৪ অক্টোবর। গত মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা শেরপুর টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ সেপ্টেম্বর। যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর। আগামি ১৪ অক্টোবর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর বুধবার থেকেই মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।