ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের চেয়ারম্যান, শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়ার আয়োজনে বাৎসরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে রবিবার শহরের নারায়ণপুরস্থ জিহান ভবনে আয়োজিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।
ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ওই ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন। অন্যান্যের মধ্যে হুইপ পত্নী শান্তা রহমান, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, জেলা বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, জেলা স্বাচিপ সভাপতি ডাঃ এটিএম মামুন জোশ, জে এন্ড এস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীনসহ রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
এসময় আগত অতিথিদের স্বাগত জানান ইদ্রিস মিয়ার পত্নী রেহানা ইদ্রিস ও একমাত্র ছেলে তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান। এর আগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।