শেরপুরের শ্রীবরদী উপজেলার দক্ষিন ষাইট কাকড়া এলাকার মের্সাস রাজু জিগজ্যাগ বিক্স নামে এক ইটভাটাকে নিষিদ্ধ এলাকায় স্থাপনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান অাদালত।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩(সংশোধন-২০১৯)এর ৮(৩) ধারা লংঘনের অপরাধে ১৮(২) ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীবর্দী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান অাদালতে এই জরিমানা করা হয়।
অনাদায়ে ৬৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিলে মালিক পক্ষ জরিমানার অর্থ জমা দেন।
এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান।